ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকদের সংঘর্ষের ঘটনায় জড়িত আরও ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ এপ্রিল) থেকে রোববার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এনিয়ে এ ঘটনায় মোট ২৯৮ জনকে গ্রেফতার করা হলো।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশে মোদীর সফরের বিরোধিতা করে তিনদিন (২৬, ২৭ ও ২৮ মার্চ) ধরে করা আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মোট ৫৪টি মামলা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে আসামিদের গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫৪ মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দু’টি মামলা হয়েছে। এ মামলাগুলোর এজহারভুক্ত আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি অন্তত ৩৫ হাজার। ওই তিনদিনের জ্বালাও পোড়াও পরিস্থিতি ও চরম নৈরাজ্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ১৫ জনের মৃত্যু হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com