ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ঋষি পল্লীর পাঁচশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এ,বি,এম মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন, চলমান পরিস্থিতিতে যেসকল পরিবার বিপাকে রয়েছে, তাদের কাছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাদ্য সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করছে। জেলা পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ এসেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে খাদ্য, নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা পৌঁছে দেয়া হবে।
পরে অতিথিরা করোনা সংকটে বিপাকে পড়া এসব পরিবারের মাঝে চাল, তেল, ডালসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন।
Development by: webnewsdesign.com