ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ নিহত ২

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | ১০:৩৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ নিহত ২
apps

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার মৈশাইর ও চর-চারতালা এলাকায় পৃথক ঘটনায় তারা নিহত হন। নিহতরা হলেন- সুমন মিয়া (২) ও নির্মান শ্রমিক মোমিন মিয়া (২৫)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের হাজী আক্তার হোসেনের বাড়ির গেইট লাগানোর সময় নির্মাণ শ্রমিক মোমিন মিয়া গেইটের নিচে চাপা পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একই দিন বিকেলে উপজেলার চর-চারতলা এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে সুমন মিয়া মারা যায়। শিশু সুমন মিয়া চর-চারতলা গ্রামের আবু বকরের ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com