ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ৫:৩১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
apps

ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে পানিতে ডুবে মোহাম্মদ মনি (৫) নামের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের গোর্কণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনি জেলা শহরের গোর্কণ এলাকার আলামিন মিয়ার ছেলে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের কাছে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সে পুকুরে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা মনিকে পানি থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে সে মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় বলে তিনি জানান।

Development by: webnewsdesign.com