ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫

রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ১১:১৮ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫
apps

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভবনের নিচতলার সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শহরের টি এ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শাহআলম (৪০), লিটন (৩৭), পারভেজ (৪৮), মারুফ (৫০), শফিক (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টি এ রোড এলাকায় হঠাৎ একটি ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের বিস্ফোরণ ঘটে। ট্যাংকের উপরে একটি বেকারির দোকান ছিল। এ সময় দোকান মালিক ও কর্মচারীসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে দোকানের একাংশের দেয়াল ধসে পড়ে। এতে দোকানের মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছি। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

Development by: webnewsdesign.com