১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অগ্নিদগ্ধ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের ফোরকান মিয়ার স্ত্রী খোশ পেয়ারা (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, ৪ই ফেব্রয়ারি বৃহষ্পতিবার দুপুরে যোহরের নামাজ শেষে খোশ পেয়ারা নিজ বাড়িতে গ্যাসের চুলায় রান্না বসাতে গিয়ে অগিদগ্ধ হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
১০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সন্ধ্যায় মৃত্যু কোলে ঢলে পড়েন। ফোরকান মিয়া বলেন, খোশ পেয়ারা গ্যাসের চুলায় অগ্নিদগ্ধ হয়। সে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায়।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৪
Development by: webnewsdesign.com