ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শশই এলাকায় এ দুর্ঘটনার ঘটে।নিহতরা হলেন- ট্রলিচালক মিজানুর রহমান (৫৫) শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে ও তার সহযোগী চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)।
স্থানীয় বাসিন্দা কাজী হানিফ জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই দুজনের মৃত্যু হয়।খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। তবে নিহতদের পরিবারের পক্ষ কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com