ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ৩০০০ কেজি সারসহ আটক ১

সোমবার, ১৯ জুন ২০২৩ | ৮:৩৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ৩০০০ কেজি সারসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ৩০০০ কেজি সারসহ আটক ১
apps

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপভ্যানে করে পাচারের সময় ৩ হাজার কেজি এমওপি সার জব্দসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর নামক স্থান থেকে পিকআপভ্যানটি জব্দ করা হয়।

এ সময় পাচারের সঙ্গে জড়িত সজিব মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. শাব্বির আহমেদ জানান, আশুগঞ্জ উপজেলার সজিব মিয়া বিজয়নগর উপজেলার চরইসলামপুর মেসার্স জাকির হোসেন ট্রেডার্স থেকে পিকআপভ্যানে করে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা (৩ হাজার কেজি) সার আশুগঞ্জ উপজেলায় নিয়ে যাচ্ছিল।

এ সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর থেকে পিকআপভ্যানসহ সারগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Development by: webnewsdesign.com