ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে রওশন এরশাদের শোক

শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | ২:৫৩ অপরাহ্ণ

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে রওশন এরশাদের শোক
apps

প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ শনিবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ব্যারিস্টার রফিক-উল হক ছিলেন এদেশের আইন অঙ্গণে এক উজ্জ্বল নক্ষত্র। গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় একজন অকুতোভয় আইনজীবী হিসেবে তিনি আজীবন সাহসী ভূমিকা পালন করেছেন। দেশের ক্রান্তিকালে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে তাঁর মূল্যবান পরামর্শ ও দিক-নির্দেশনা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছে।

বিরোধীদলীয় নেতা আরো বলেন, খ্যাতির শিখরে অবস্থান করা এই আইনজীবীর জীবনের অন্তরালে ছড়িয়ে আছে তাঁর অনেক কৃতিত্ব। তিনি এক অনন্য সমাজসেবী। তাঁর অবদান দেশবাসী গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।

ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে অনুরুপ বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।

Development by: webnewsdesign.com