শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ৭:৪৫ অপরাহ্ণ
বৃষ্টি আর রোগবালাইর কারণে নষ্ট হচ্ছে বরগুনা সদর উপজেলার শত শত একর তরমুজ খেত। হটাৎ বৃষ্টির কারণে অধিকাংশ খেতের গাছ উঠছেনা। একে তো করানোর প্রভাব তারপরে বৈরী আবহাওয়া দু-চারটে যা উঠেছে তাও রোগ-বালাইয়ের কারণে নষ্ট হতে বসেছে। ধারদেনা করে পুঁজি খাটিয়ে এখন সর্বস্বান্ত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।
উপজেলা কৃষি অফিসে সূত্রে জানা যায়, বরগুনায় ২০০০হেক্টর জমি তরমুজ চাষের জন্য প্রস্তত করা হয়েছে৷ হঠাত বৈরী আবহাওয়ায় বিপাতে এসসব তরমুজ চাষীরা। চাষীদের সরকারি কোন প্রনোদনার ব্যাবস্থা না থাকায় আর্থিক কোন সহযোগিতা করতে পারছেনা কৃষি ভিভগ।
স্থানীয় কৃষকরা বলেন, আমরা অনেক জমিতে বীজ রোপণ করেছি হঠাৎ বৃষ্টির কারণে সেই বীজগুলো না ওঠার সম্ভাবনাই বেশি। অনেক জমি তৈরি করেছি সেই জমির জন্য তরমুজের বীজ ভিজিয়ে রেখে ছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সেই জমি আবার নতুন করে প্রস্তুত করতে হবে তাতে সাত-আট দিন লেগে যাবে ততদিনে ভিজিয়ে রাখা বীজ নষ্ট হয়ে যাবে কাজে লাগবে না। আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি, কৃষি অধিদপ্তর থেকে আমাদের কোন প্রকার সাহায্য সহযোগিতা করা হচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য অনুযায়ী বরগুনা সদর উপজেলায় ২০০০হেক্টর জমি তরমুজ চাষের জন্য প্রস্তত করা হয়েছে। আরো বৃদ্ধি হবে বলে আশা করছি, হঠাৎ বৃষ্টি ও বৈরী আবহাওয়া কৃষকদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারিভাবে তরমুজ চাষের আর্থিকভাবে সহযোগিতা আর কোনো ব্যবস্থা না থাকায় আমরা আর্থিক সহযোগিতা করতে পারছিনা। সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।