বেয়ার গ্রিলস এবার সিনেমায় অভিনয় করবেন

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | ৭:১০ অপরাহ্ণ

বেয়ার গ্রিলস এবার সিনেমায় অভিনয় করবেন
apps

একজন দুঃসাহসিক অভিযাত্রিক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ও জনপ্রিয় বেয়ার গ্রিলস। প্রকৃতির সঙ্গে লড়াই করা এই টিভি তারকা এবার সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার নাম ‘অ্যানিমেল অন দ্য লুস : অ্যা ইউ ভার্সেস ওয়াইল্ড’।

এটি প্রযোজনা করেছে অনলাইন স্ট্রিমিং জায়ান্ট সাইট নেটফ্লিক্স। আগামী ১৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। তার আগে গত ১৫ জানুয়ারি সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। এরপরই বেয়ার ভক্তরা এটি নিয়ে আগ্রহী হয়েছেন।

ট্রেলারে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকায় প্রাণীদের অভয়ারণ্যে এক জনপদের পাশে বাউন্ডারি বেড়া ছিঁড়ে বেরিয়ে যায় একটি সিংহ।

সেটাকে খুঁজতে ও মানুষদের রক্ষা করার নানা ফর্মুলা দিতে দেখা যাবে বেয়ারকে। ঘটনাক্রমে সেই সিংহের মুখোমুখিও হবেন বেয়ার।

সিংহের হাত থেকে বেঁচে থাকার লড়াইও এতে উঠে আসবে। উল্লেখ্য, বেয়ার গ্রিলস ১৯৯৮ সালে মাত্র ২৩ বছর বয়সে মাউন্ট এভারেস্ট জয় করেন।

সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে এটা জয় করার কারণে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। নাম ওঠে গিনেস বুকেও।

Development by: webnewsdesign.com