দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। চলতি বছর মার্চে সন্তান জন্ম দেওয়ার কথা তার। মা হওয়ার আগেই নতুন বাড়িতে উঠেছেন কারিনা। মুম্বাইয়ের বান্দ্রায় সৎগুরু স্মরণ নামে একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন তারা। এমন সংবাদই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
বেবি বাম্প নিয়ে কারিনা যখন ক্যামেরার সামনে আসেন, তখন তাকে দেখে ঝলসে উঠতে থাকে ক্যামেরার ফ্ল্যাশ। এবারও তাই হয়েছে। নতুন ঠিকানায় যাওয়ার পথে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন কারিনা। সে ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে গাঢ় নীল রঙের প্যান্টের সঙ্গে ধূসর টপে দেখা গেছে কারিনাকে।
গেল বছর আগস্ট মাসে দ্বিতীয় মা হওয়ার খবরটি প্রকাশ করেন কারিনা। তারপর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অন্তঃসত্ত্বা অবস্থায় কারিনা শেষ করেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং। ওই সিনেমায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কারিনা।
২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর প্রথম সন্তান জন্ম দেন কারিনা। সাইফ-কারিনা দম্পতির প্রথম ছেলের নাম তৈমুর আলি খান। সম্প্রতি চার বছরে পা দিয়েছে তৈমুর। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনামে এসেছে তার নাম।
Development by: webnewsdesign.com