জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা দান কারি বংগমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
রবিবার (৮আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভারর্চুলী যুক্ত হন সিরাজগঞ্জ -১ কাজিপুরের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জানিয়ে বংগবন্ধুসহ জাতীয় চার নেতাকে স্মরণ করে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠা সংগ্রামের প্রতিটি ধাপে শুধু বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে নয়, একজন দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙ্গালীর মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমপর্যায়ে অধিষ্ঠিত করেছেন, তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।
বঙ্গবন্ধু, বাঙ্গালী ও বাংলাদেশ যেমন একইসূত্রে গাঁথা,তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবও পরস্পর অবিচ্ছেদ্য নাম।
সর্বজন শ্রদ্ধেয় মহিয়সী এ নারীর আজ ৯১তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি রইলো গভীর শ্রদ্ধা।
কিন্তু ১৫ ই আগস্ট একদল কুচক্রী মহল সে সহ তার পরিবার কে নিমর্মভাবে হত্যাকরে ইতিহাসে কালিমালেপন করেছে যা জাতি কোন দিন ক্ষমা করবে না।বিশেষ অতিথি হিসেবে স্মৃতি চারণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। স্বাগতিক বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়া, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহামুদুল হাসান, মাধ্যমিক শিক্ষাঅফিসার শামীম আরা, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ , ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, আলহাজ্বশওকত হোসেন, আতিকুর রহমান মুকুল , শিক্ষা অফিসার হাবিবুর রহমান থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দসরকার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিগন।
এ দিবস উপলক্ষে অতিথি বৃন্দ উপজেলার ৭ জন গরীব দুস্থও অসহায় প্রশিক্ষনপ্রাপ্ত মহিলাদের মাঝে ৭ টি সেলাই মেশিন বিতরণ করেন।
Development by: webnewsdesign.com