বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাজিপুরে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ৩ ফেব্রুয়ারি কাজিপুর উপজেলা বিএনপির উদ্যোগে চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে চালিতাডাঙ্গা বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক মোঃআব্দুস সালাম।চালিতাডাঙ্গা বাজার মসজিদের পেশ ইমামের মোনাজাত পরিচালনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে অংশ নেয় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান। পরে অতিথি বৃন্দ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
Development by: webnewsdesign.com