এক সপ্তাহ ব্যবধানে কোভিড শনাক্তের সংখ্যা ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বৃটেনে। তবে দেশটিতে কোভিডে মৃতের সংখ্যা এক পঞ্চমাংশ কমে এসেছে একই সময়ে। ভ্যাকসিন কার্যক্রমে সবথেকে এগিয়ে থাকা দেশগুলোর একটি বৃটেন। এ কারণেই কোভিডে গুরুতর অসুস্থ কিংবা হাসপাতালে ভর্তির হার কমে আসছে।
৩ জুলাই বৃটেনে কোভিড পজেটিভ শনাক্ত হয় ২৪ হাজার ৮৮৫ জন। গত শনিবার এই সংখ্যা ছিল ১৮ হাজার ২৭০। তবে সর্বশেষ ৬ দিনই শনাক্তের সংখ্যা ২০ হাজারের উপরেই ছিল। ডেইলি মেইলের খবরে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় এদিন দেশটিতে করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
গত সপ্তাহের এ দিনে করোনায় মারা গিয়েছিলেন ২৩ জন। অর্থাৎ মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে ২১.৭ শতাংশ। একে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৯শে জুন বৃটেনে একদিনে ৩৫৮ জন কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে দ্বিতীয় ঢেউয়ের সময় প্রতিদিন যে হারে মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে তৃতীয় ঢেউয়ের সময় তার ভগ্নাংশ পরিমাণ দেখা যাচ্ছে।
Development by: webnewsdesign.com