‘বুথে, ইভিএম মেশিনে কারচুপি না হলে মমতাই জিতবে: নচিকেতা

শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | ২:৪৫ অপরাহ্ণ

‘বুথে, ইভিএম মেশিনে কারচুপি না হলে মমতাই জিতবে: নচিকেতা
apps

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে ভোট প্রচারে নেমেছিলেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা। রাজারহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর হয়ে ভোট চেয়েছিলেন তিনি। সেবার বলেছিলেন, এবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন।

এবার নিজের মন্তব্যকেই নতুন করে জোর দিলেন নচিকেতা। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘বুথে, ইভিএম মেশিনে কারচুপি না হলে শাসকদলই জিতবে।’

নচিকেতার ভাষায়, ‘সবার কৌতূহল, কেন আমি মুখ্যমন্ত্রীর পাশে! আশা করি উত্তর মিলেছে। শুধু মুখ্যমন্ত্রীকে ঠেকাতে বাংলায় ২২ বার ছুটে এলেন নরেন্দ্র মোদি। অমিত শাহ তো নিত্য যাত্রী। কেবল রেশন কার্ডটাই নেই তাদের।’

অনেকের ধারণা নচিকেতা বামমনস্ক। বামদের রাজনীতির অনুষ্ঠানে বিভিন্ন সময় তার গান বাজতে শোনা যায়। কিন্তু রং দিয়ে রাজনৈতিক মতাদর্শ মাপতে রাজি নন নচিকেতা। তাই ৩৪ বছরের বাম রাজত্বের অবসান ঘটাতে মমতা ব্যানার্জির হয়ে লড়াইয়ে নেমেছিলেন তিনি।

এর আগে গত ১৫ এপ্রিল ভোটের প্রচারে উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমকে নচিকেতা বলেছিলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি ভোট ভিক্ষা করতে যাচ্ছি না। মানুষকে সচেতন করতে যাচ্ছি। আমার কোনো দল নেই। একজন শিল্পী হিসেবে মানুষকে সচেতন করার লক্ষ্যেই প্রচারে যাচ্ছি।’

Development by: webnewsdesign.com