বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী

রবিবার, ০৮ মে ২০২২ | ১১:৪৩ পূর্বাহ্ণ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী
apps

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বুকে ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।

রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন সমাজকল্যাণমন্ত্রী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম

Development by: webnewsdesign.com