জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাক্তন একান্ত সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে রক্ষিত মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।
এখানে সকালে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুস সামাদ বুধবার (২৮ জুলাই) বারিধারায় নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
Development by: webnewsdesign.com