ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন। গত ৭ জুলাই পারিবারিকভাবে বন্ধু তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।
বুধবার (১১ আগস্ট) দুপুরে বিয়ের বিষয়টি নিলয় নিশ্চিত করেছেন। এছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিলেশন স্ট্যাটাস পরিবর্তন করে নিজেই বিষয়টি জানান তিনি।
নিলয় বলেন, গত বছর ফেসবুকে হৃদির সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। গত ৭ জুলাই পারিবারিকভাবে আমরা বিয়ে করেছি। তবে করোনার কারণে কোনো অনুষ্ঠান করতে পারিনি। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে বড় আয়োজনে অনুষ্ঠান করব।
Development by: webnewsdesign.com