অভিনেত্রী সঙ্গীতা ঘোষের ঘর আলো করে এসেছে একরত্তি কন্যাসন্তান। ব্যবসায়ী রাজি শৈলেন্দর সিংয়ের সঙ্গে বিয়ের ১১ বছর পর সন্তানের মুখ দেখলেন এই অভিনেত্রী। তবে সন্তান জন্মের সাত মাস পর বিষয়টি জানিয়েছেন নায়িকা।গেল বছরের ডিসেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন সঙ্গীতা। এরপর দীর্ঘ সময় এনআইসিইউ (NICU)-তে ছিল একরত্তি। তবে এখন একদম সুস্থ রয়েছে সঙ্গীতাকন্যা। অভিনেত্রী তার একরত্তির নাম রেখেছেন দেবী।
সঙ্গীতা তার মেয়ে দেবী প্রসঙ্গে বলেন, ‘খুব কঠিন একটা সময় ছিল। প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় ওকে প্রায় ১৫ দিন এনআইসিইউতে রাখতে হয়েছিল। সুখবর লুকিয়ে রাখার উদ্দেশ্য ছিল না, আমরা শুধু ভেবেছিলাম এটা খবরটা জানানোর সঠিক সময় নয়। দেবী এখন খুব ভালো আছে। ও পুরোপুরি আমার স্বামীর কার্বনকপি।’ খবর ই টাইমস।সন্তান জন্মের পরই কাজে ফিরেছেন। ভারতীয় টিভি চ্যানেলে কালার্সের ‘স্বর্ণ ঘর’-এ দেখা যাচ্ছে তাকে।
বিয়ের পর অভিনয় থেকে দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন সঙ্গীতা। ‘ক্যাহতা হ্যায় দিল জি রে জারা’-র সঙ্গে কামব্যাক করেন তিনি। এখন স্বামী-সন্তান আর ক্যারিয়ার দুটোই সমানতালে সামলাচ্ছেন অভিনেত্রী।দুই দশক ধরে বঙ্গতনয়া সঙ্গীতা হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন। ‘দেশ মে নিকলা হোগা চান্দ’, ‘দিব্য দৃষ্টি’, ‘পরবরিশ সিজন ২’-এর মতো শো-এর অংশ থেকেছেন সঙ্গীতা।
Development by: webnewsdesign.com