বিয়ের প্রলোভনে সিলেটে তরুণী অপহরণ,২ সহোদর গ্রেফতার 

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ | ৬:১১ অপরাহ্ণ

বিয়ের প্রলোভনে সিলেটে তরুণী অপহরণ,২ সহোদর গ্রেফতার 
apps

বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের দায়ে সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম ঝলক দাস (২১) ও পলক দাস (২২)। তারা উভয়ই সুনামগঞ্জের দিরাই উপজেলার সিংনাথ রাজনাউ গ্রামের প্রকৃত দাসের ছেলে।

বর্তমানে তারা সিলেটের জালালাবাদ থানার গোয়াবাড়ী লতিফ মিয়ার কলোনীতে বসবাস করতো। গতকাল বুধবার গভীর রাতে পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ২৯ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জালালাবাদ থানার জনৈক ব্যক্তির মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করে দুই যুবক। অপহরণকারীরা ভিকটিমকে একটি সিএনজি অটোরিকশাযোগে অজ্ঞাত স্থানে নিয়ে আটক রাখে। এ ব্যাপারে ভিকটিমের পিতা

গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওই রাতেই অভিযানে নামে জালালাবাদ থানা পুলিশের একটি দল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আশরাফুল সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ঝলক দাস ও পলক দাসকে গ্রেফতার করেন। এবং সেই সাথে তাদের হেফাজত থাকা ভিকটিমকে (১৭) উদ্ধার করেন।

Development by: webnewsdesign.com