বিয়ের পিঁড়িতে বসলেন প্রিয়াংশু পেনিউলি

রবিবার, ২৯ নভেম্বর ২০২০ | ১০:৫৭ পূর্বাহ্ণ

বিয়ের পিঁড়িতে বসলেন প্রিয়াংশু পেনিউলি
apps

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আলোচিত ‘মির্জাপুর-২’ ওয়েব সিরিজের অভিনেতা প্রিয়াংশু পেনিউলি। নৃত্যশিল্পী বন্দনা যোশির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রেতিবেদনে বিষয়টি জানা গেছে।

সেখানে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। দেরাদুনে তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনের উপস্থিত ছিলেন। এ জুটির বিয়ের পোশাকে গোলাপী রঙের ছোঁয়া দেখা গেছে। বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন নবদম্পতি।

ডিসেম্বরের শুরুতে মুম্বাইয়ে ফিরছেন প্রিয়াংশু ও বন্দনা। সেখানে ছোট্ট করে তাদের একটি রিসিপশন অনুষ্ঠান করা হবে বলেও জানা গেছে।

Development by: webnewsdesign.com