বিয়ের পর তারা কী চীনে যাবেন?

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৩৫ অপরাহ্ণ

বিয়ের পর তারা কী চীনে যাবেন?
apps

বিয়েতে আসতে পারেননি বাবা-মা, আত্মীয়-স্বজনরা। অগত্যা, পরিবার পরিজন ছাড়া ভারতীয় বরের বাড়িতেই তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন চীনের কনে। এই ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর।

কনে জিয়াকি বিয়ের পর বললেন, আমার পরিবার এই বিয়েতে খুবই খুশি কিন্তু করোনাভাইরাসের কারণে তারা আমার বিয়েতে আসতে পারেননি। ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ রয়েছে।

বিয়ের পর তারা কী চীনে যাবেন? এই প্রশ্নের জবাবে জিয়াকি বলেন, ফিরব তো বটেই, তবে কবে ফিরব জানি না। সবকিছু মিটে গেলে ওখানে গিয়ে রেজিস্ট্রি করে বিয়ের পর্ব সম্পূর্ণ করব।

জিয়াকির স্বামী পিন্টু জানালেন, আমরা এখানে বিয়েটা করতে চেয়েছিলাম। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জিয়াকির পরিবার আসতে পারেনি। পরে চীনে আর একটা অনুষ্ঠান করা হবে।

Development by: webnewsdesign.com