বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার-৫

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ৭:৫৫ অপরাহ্ণ

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার-৫
apps

গত ৩১ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ দিবাগত রাতে বিয়ানীবাজার থানাধীন চারখাই এলাকা হতে ০২ টি মোটরসাইকেল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়, এ ঘটনায় বিয়ানীবাজার থানায় নিয়মিত মামলা রুজু হলে, তদন্তভার এস আই মোস্তাক আহমদ এর উপর অর্পণ করা হয়, চুরির ঘটনায় মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২১ ফেব্রুয়ারী রাতে মোটরসাইকেল চোর চক্রের সদস্য রুবেল আহমদ(২৭), পিতা-মৃত আঃ শুক্কুর, সাং-উত্তর কানিশাইল, থানা-গোলাপগঞ্জকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সে তার সহযোগী চোরদের নাম প্রকাশ করলে গত ২৪/২/২২ খ্রিঃ রাতে রুবেল আহমদ এর সহযোগী মোটরসাইকেল চোর চক্রের সদস্য ১) সাজ্জাদুল ইসলাম শাহী(২২), পিতা- শানুর মিয়া, সাং-উত্তর কানিশাইল, ২) আঃ আহাদ(৩০), পিতা- আঃ লতিফ,সাং-বাঘা, উভয় থানা- বিয়ানীবাজার, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে ১) জয়নাল মিয়া শিপন(২১), পিতা- লিলু মিয়া, ২) হাসানুর রহমান হাসান(২২) পিতা-রফিক মিয়া, উভয় সাং- গোয়ালগাও, থানা-মোগলাবাজার, এসএমপি, সিলেটদের আটর করতঃ তাদের দেয়া তথ্য মতে চোরাই মোটরসাইকেল দুটির মধ্যে একটি (ডিসকভার মোটরসাইকেল) বিশ্বনাথ থানা এলাকা হতে এবং অপরটি (হোন্ডা) দক্ষিণ সুরমা থানা এলাকা হতে উদ্ধার করা হয়। অদ্য ২৫/২/২২ খ্রিঃ তারিখে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Development by: webnewsdesign.com