বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজারে বিএমএসএফ’র আলোচনা সভা অনুষ্ঠিত

শনিবার, ০৪ মে ২০২৪ | ১২:৫৭ অপরাহ্ণ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজারে বিএমএসএফ’র আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মৌলভীবাজারে বিএমএসএফ'র আলোচনা সভা অনুষ্ঠিত
apps

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এ আহবান জানান।

৩ মে বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ এর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আবুজার বাবলা। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন।

সাধারণ সম্পাদক এসএম কাইয়ূম সুলতান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক মো. তাজুদুর রহমান, মামুনুর রহমান চৌধুরী মশু, সুধাংশু শেখর হালদার, মোনায়েম খান, মুক্তাদির হোসেন, পিন্টু দেবনাথ প্রমূখ বক্তব্য রাখেন।

সাংবাদিক নেতৃবৃন্দ ১৪ দফা বাস্তবায়ন ও বিএমএসএফ এর কেন্দ্রীয় মহাসচিব আবু জাফরের নেতৃত্বে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Development by: webnewsdesign.com