বিশ্বব্যাপী জলবায়ু সংক্রান্ত প্রকৃতির সুরক্ষা এর মূল বিষয় জলাভূমি সংক্রান্ত সম্মেলন স্বাক্ষর গ্রহণের দিন থেকেই স্মৃতির পাতায় ঠাঁই দিতে এই দিবসটি পালন করা হয়। “বিশ্ব জলাভূমি দিবস”।
বিশ্বের বিভিন্ন দেশের জলাভূমির ক্ষরায়, জলাভূমি ধ্বংস, সভ্যতা নামক প্রাকৃতিক ভারসাম্য, আবহাওয়া অনাবৃষ্টি, অতিবৃষ্টি জলাভূমির মাটি ভরাট প্রকৃতির জীববৈচিত্র্য ধ্বংস করেন আধুনিকতা।
তাই ১৯০০ সালে থেকে ১৯১৬ এই ১৬ বছরে ৬৪ শতাংশ জলাভূমি ধ্বংস হয়ে গেছে যা জীববৈচিত্রের ক্ষতির সম্মুখীন। ১৯৭১ সালের এই দিনে কম্পিয়ান সাগর তীরবর্তী ইরানের সামসার শহরে জলাভূমি রক্ষার জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানের মূল বিষয় ছিল জলাভূমি রক্ষা করণ। ১৯৯৭ সালের প্রথম বারের মতো বিশ্বেব্যাপী এই দিবসটি পালন করা হয়।
এই দিবস বাংলাদেশ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান জলাভূমি রক্ষাকরণ রোধে বিভিন্ন রকম অনুষ্ঠান ও কর্মসূচি পালন করে থাকে।
আসুন জলাভূমি রক্ষায় আমরাও একসাথে কাজ করি। পরিবেশ রক্ষা করলে আমাদের সভ্যতা রক্ষা পাবে।
বাংলাদেশ মিডিয়া/০১-০২-এসআরসি
Development by: webnewsdesign.com