স্বাস্থ্যবিধি না মানায় সিলেটের বিশ্বনাথে ৮ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এসময় দণ্ডবিধি ১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৭ পথচারীকে ৮০০ টাকা ও একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন কারণে দন্ড প্রদান করা হয়েছে।
বাজার মনিটরিং ও জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com