সিলেটের বিশ্বনাথে রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে শিক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জমসেদুর রহমান।
রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মশরফ আলী মোশারফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও শালিস ব্যক্তিত্ব আলহাজ্ব শফিকুর রহমান বাবুল, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হেকিম উদ্দিন, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দেক আলী, শিক্ষানুরাগী শহিদ আহমদ শহিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গণি, সহকারী শিক্ষিকা মাসুমা বেগম, সুমী রাণী নাথ, রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার সদস্য আফরোজ আলী, ছইল মিয়া, রইছ উদ্দিন, সিরাজুল ইসলাম, রফিক আলী, মোজাহিদ আলী, আমিনুল ইসলাম, রহমত আলী, সাইফুল ইসলাম, আশিকুর রহমান লায়েক, আফরোজ আলী, নূরুল ইসলাম, শহিদুল ইসলাম, সামসু মিয়া প্রমুখসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
Development by: webnewsdesign.com