বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের অর্থ সহায়তা প্রদান

বুধবার, ২০ জানুয়ারি ২০২১ | ১:০৩ অপরাহ্ণ

বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের অর্থ সহায়তা প্রদান
apps

সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে বুধবার (২০ জানুয়ারি) এলাহাবাদ রহমান মনজিলে আলোর কুঁড়ির সদস্য আজিমুর রহমান তোয়াছিনের বন্ধু বদরুল আমিন এর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

মানবতার কল্যানে আমরা আপনাদের পাশে ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল (আসুন যার যার সামর্থ্য অনুযায়ী দারিদ্র, গরিব ,এতিম ,অসহায় ,ছাত্র/ ছাত্রী ,দুঃখী, অসুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াই)আর-রাহমান এডুকেশন ট্রাস্ট তার ই ব্যতিক্রম নয় । সারা বিশ্বের নিকট ARETতাদের কার্যক্রম ইনশাআল্লাহ পৌঁছাত সক্ষম হতে চলছে । আমাদের সপ্ন শুধু আল্লাহ কে খুশি করা আমাদের মিছিলে আপনি সামিল হতে পারেন।

(২০ জানুয়ারী) বুধবার এলাহাবাদ রহমান মনজিল ,ইসলামাবাদ আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ-কে এর উদদৌগ্যে বাংলাদেশের আলোর কুঁড়ির সদস্য আজিমুর রহমান তোয়াছিন তার বন্ধু বদরুল আমিন এর হাতে শিক্ষা নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে।

দ্বীন ইসলাম হলো- ভালোবাসার দ্বীন, শান্তির দ্বীন, সম্প্রীতির দ্বীন; সঠিক পথ ও মতের দ্বীন। এ বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই।

আল্লাহ আমাদের এই সৎ উদ্দেশ্য কে কবুল করুন। আর্থিক সার্বিক সহযোগীতায় ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে এর স্থায়ী সদস্য ফাতিমা আখতার নার্গিস।

Development by: webnewsdesign.com