মহামারী করোনা ভাইরাসে এখনো অস্থির পুরো বিশ্ব। প্রতিনিয়ত এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে বেড়েই চলছে মৃত ও আক্রান্তের সংখ্যা। তবে উল্লেখযোগ্য হারে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বাড়ছে।
করোনার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৮৯৮ জন। মৃতের সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৬২৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ২১৭ জন।
করোনায় শীর্ষে থাকা দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, সেখানে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৩ লাখ ৪২ হাজার ৬৬৫ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৪ হাজার ২৮২ জনের।
দ্বিতীয় অবস্থানে ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭৪ লাখ ৯২ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৪ জনের।
Development by: webnewsdesign.com