বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে বাংলাদেশের মেয়েরা

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ৫:৩০ অপরাহ্ণ

বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে বাংলাদেশের মেয়েরা
apps

করোনাভাইরাসের প্রকোপে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়াটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ নারী দলের জন্য। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।

শনিবার এক বিবৃতিদেত বাছাইয়ের টুর্নামেন্ট বাতিলের ঘোষণা দেয় আইসিসি। বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলার সুযোগ পেল। বিশ্বকাপের মূল পর্বে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

Development by: webnewsdesign.com