বিশ্বকাপের দল ঘোষণা করলেন পোল্যান্ড

শনিবার, ১২ নভেম্বর ২০২২ | ২:৩৫ অপরাহ্ণ

বিশ্বকাপের দল ঘোষণা করলেন পোল্যান্ড
apps

দেশের সর্বকালের শীর্ষ গোলদাতা রবার্ট লেভানডোভস্কিকে রেখে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করলেন পোল্যান্ডের প্রধান কোচ চেসলো মিচনিউইচ।

১৯৮৬ সালে শেষ ষোলোতে ওঠার পর পোল্যান্ড আর তিনবার বিশ্বকাপ খেলেছে। এই সময়ে আর কখনও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। ২০০২, ২০০৬ ও ২০১৮ সালের আসরে মাত্র একটি করে ম্যাচ জিতেছে। এবার তারা সেই গেরো কাটানোর লক্ষ্যে কাতারে যাচ্ছে।

অবশ্য কঠিন গ্রুপেই পড়েছে পোল্যান্ড। প্রথম ম্যাচ ২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে। তাদের সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব।
পোল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: ওইচেখ শেজনি, লুকাজ স্কোরুপস্কি, বার্টলোমিজ ড্রাগোভস্কি।

ডিফেন্ডার: রবার্ট গামনি, জাকুব কিভিওর, জান বেদনারেক, মাতেউস উইটেস্কা, কামিল গ্লিক, বার্তোস বেরেসজিনস্কি, আর্তুর জেদ্রেজিক, ম্যাটি ক্যাশ।

মিডফিল্ডার: গ্রজেগর্জ ক্রাইচোয়াক, কামিল গ্রোসিকি, সাইমন জুরকোস্কি, মাইকেল স্কোরাস, জ্যাকুব কামিনস্কি, সেবাস্তিয়ান জাইমানস্কি, পিওতর জিলিনস্কি, প্রজেমিস্লো ফ্রাঙ্কোস্কি, ক্রিস্টিয়ান বিয়েলিক, ড্যামিয়ান সিজাইমানস্কি।

ফরোয়ার্ড: আরকাদিউস মিলিক, রবার্ট লেভানডোভস্কি, করোল সুইডারস্কি, ক্রজিসটফ পিয়াটেক।

 

Development by: webnewsdesign.com