বিবাহবিচ্ছেদে বাড়ছে খরচ 

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ

বিবাহবিচ্ছেদে বাড়ছে খরচ 
apps

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটির খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। এর পরিমাণ ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে তা ৫০০ টাকা দিতে হয়।

আজ বৃহস্পতিবার নতুন বাজেটে ডিভোর্স ইনস্ট্রুমেন্ট শুল্ক বাড়ানোর ওই প্রস্তাব করা হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।

২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।

Development by: webnewsdesign.com