বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালালো মাদক চোরাকারবারিরা

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ২:২১ অপরাহ্ণ

বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালালো মাদক চোরাকারবারিরা
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ৭শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কয়া ক্যাম্পের বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত আড়াই টার দিকে কয়া মাঠ থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

কয়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল চোরাকারবারি ভারত থেকে মাদক নিয়ে আসছে। এমন সংবাদ পেয়ে কয়া মাঠে বিজিবির সদস্যরা অবস্থান নেয়। এসময় চোরাকারবারী ভারতীয় ৭০০ বোতল ফেনসিডিল নিয়ে আসার সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে মাদক পাচারকারীরা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Development by: webnewsdesign.com