বিচ্ছেদের পর মা হচ্ছেন কল্কি, অভিনেত্রীর কাছে প্রাক্তন স্বামী

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | ৪:৫৬ অপরাহ্ণ

বিচ্ছেদের পর মা হচ্ছেন কল্কি, অভিনেত্রীর কাছে প্রাক্তন স্বামী
apps

বিয়ের ৪ বছরের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাদের। বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্ব সেই একইরকম রয়ে গিয়েছে। শুধু তাই নয়, এখনো প্রাক্তন স্বামী খোঁজ নিচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রীর। বলছিলাম কল্কি কোয়েচলিন এবং অনুরাগ কাশ্যপের কথা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, অন্তঃসত্ত্বা কল্কি কোয়েচলিনের খোঁজ খবর নিতে শুরু করেছেন অনুরাগ কাশ্যপ। প্রায়শই নাকি কল্কির সঙ্গে দেখা করতে তিনি। এমনকী, কল্কি কেমন আছেন? তার খোঁজও নিতে শুরু করেছেন অনুরাগ।

 

 

 

প্রসঙ্গত, ২০১১ সালে বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ে হয় কল্কি কোয়েচলিনের। ২০১৫ সালে অনুরাগের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রীর।

অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন কল্কি। এরপর বন্ধু গাই হার্সবার্গের সঙ্গে থাকতে শুরু করেন তিনি। সাতপাকে বাঁধা না পড়লেও, বর্তমানে গাইয়ের সন্তানের মা হতে চলেছেন কল্কি।

Development by: webnewsdesign.com