বিগত ১৬ দিনে রাশিয়ার ২৬৩ স্থাপনায় আক্রমণ করেছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু এই তথ্য জানিয়েছেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, কিয়েভ রাশিয়ার ইয়োজনো দোনেতস্ক, জাপোরিজঝিয়া এবং দোনেতস্ক লক্ষ্য করে হামলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পশ্বিমা সামরিক জোট ন্যাটো প্রশিক্ষিত এলিট সদস্যরা এই হামলায় জড়িত।
চলতি মাসের শুরুতে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। এই হামলায় ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের থেকে এখন পর্যন্ত ৮টি গ্রাম দখলমুক্ত করেছে বলে দাবি করেছে। সূত্র: আল জাজিরা
Development by: webnewsdesign.com