বিক্রি শুরু হবে আগামী ১৫ অক্টোবর। এর আগেই চাহিদার তুঙ্গে উঠেছে দক্ষিণ কোরিয়ার বিনোদন সংস্থা বিগ হিট এন্টারটেইনমেন্টের শেয়ারের দাম। আর এতেই ২০০৫ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির ব্যান্ড বিটিএস’র সাত সদস্যই বনে যাচ্ছেন কোটিপতি।
বাড়তি চাহিদায় প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ৩.২ বিলিয়ন পাউন্ড বা ৪.১ বিলিয়ন ডলার। আর এবার এর ৪৩ শতাংশের মালিকানা থাকায় বিগ হিট বস বেং সি-হুয়েক এক লাফেই হয়ে যাবেন বিলিওনিয়ার।
গত মাসে (আগস্ট) বিটিএস’র প্রত্যেক সদস্যকে ৬.২ মিলিয়ন পাউন্ড মূল্যের ৬৮ হাজার ৩৮৫টি করে শেয়ার দেন সি-হুয়েক। প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য ৭০.০৩ থেকে ৮৮.৭০ পাউন্ড। আর প্রত্যাশা করা হচ্ছে, আগামী ১৫ অক্টোবর থেকে কোরিয়ান পুঁজিবাজারে সংস্থাটির ৭.১৩ মিলিয়ন নতুন শেয়ারের বেচাকেনা শুরু হলে বিগ হিটের বাজার মূল্য বাড়বে ৬৩৮.৩ মিলিয়ন পাউন্ড।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শেয়ারবাজারে বিনিয়োগ খোঁজার লিখিত ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড পরিমাণ বাড়তে থাকে বিগ হিটের শেয়ারের চাহিদা। এক ঘণ্টার মধ্যে এর চাহিদা বাড়ে ১শ’ গুণ।
সংবাদ সংস্থা সিএনবিসি বলছে, বিটিএস’র ভক্ত প্রত্যেক কোরিয়ান তাদের পছন্দের ব্যান্ডকে সাপোর্ট করার জন্য অন্তত একটি করে শেয়ার কিনতে চান। আর এ কারণে কোরিয়ান শেয়ারবাজারের গেল ৩ বছরের মধ্যে দাম বৃদ্ধির রেকর্ড করেছে সাত বালকের (সেভেন বয়) এই ব্যান্ডটি।
গত সাত বছরে ব্যান্ডটি একের পর এক রেকর্ড ভেঙে প্রশংসা কুড়িয়ে চলেছে। গত আগস্টে এর একেকটি ‘ডিনামাইট ভিডিও’ একদিনে সর্বোচ্চ ভিউ পায়। ২৪ ঘণ্টায় ভিউ হয় ১০১.১ মিলিয়ন।
কোরিয়ান পপ ইতিহাসে এই ব্যান্ডটিই প্রথমবারে মতো ১শ’ সেক্সি বিলিবোর্ডের তালিকায় জায়গা করে নেয়। কোরিয়ান প্রেসিডেন্ট মুন জো-ইন প্রশস্ত প্রশংসা করেছে এই সেভেন বয়েজ ব্যান্ডটির।
জুনের অনলাইন কনসার্টের আয়োজন করেও রেকর্ড গড়েছে বিটিএস। ওই কনসার্টে তাদের সঙ্গে ১শ’ দেশ থেকে ৭ লাখ ৫৬ হাজার দর্শক-শ্রোতা যোগ দেয়।
আর্মি নামে তাদের আন্তর্জাতিক একটি ফ্যানগ্রুপ রয়েছে, গ্রুপটি তাদের প্রচারণায় তুঙ্গে রাখে সব সময়। এই ‘আর্মি’ই গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি টুইট করা মিউজিক গ্রুপে পরিণত করেছে বিটিএস’কে। এর ভক্তরা এখন অপেক্ষায় রয়েছে আগামী নভেম্বর বাজারে আসতে যাওয়া তাদের দ্বিতীয় অ্যালবাম ‘বি’র জন্য।
সেভেন বয় হল: কিম তায়ে হুং (ভি নামে পরিচিত), জাং হো-সিয়োক (জে হোপ নামে পরিচিত), কিম নাম-জুন (এর এম), কিম সিয়োক-কিন (জিন), পার্ক জি-মিন, জিয়োন জাং-কুক এবং ইয়ুন-জি (সুগা)।
Development by: webnewsdesign.com