সিঙ্গাপুর শাখা কমিটিরি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে শামসুর রহমান ফিলিপকে সভাপতি এবং মোহাম্মদ কামরুলকে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
সিঙ্গাপুরের নবনির্বাচিত বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান শাকিল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবও তাদের অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় নেতারা বলেন, নবনির্বাচিত সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান ফিলিপ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুলের নেতৃত্বে বহির্বিশ্বে অবৈধ সরকার পতন আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখবে।
Development by: webnewsdesign.com