বিএনপির সংবাদ সম্মেলন কাল

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ | ১১:৫০ পূর্বাহ্ণ

বিএনপির সংবাদ সম্মেলন কাল
apps

মিডিয়া ডেস্ক

শুক্রবার বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এসব তথ্য জানান।

দলের স্থায়ী কমিটির পক্ষে ডাকা এ সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার মামলা, আগামী দিনের কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

Development by: webnewsdesign.com