বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী হামলায় রক্তাক্ত

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ১০:১০ অপরাহ্ণ

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী হামলায় রক্তাক্ত
apps

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে কারওয়ানবাজার থেকে রিজভীর নেতৃত্বে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে মিছিল শুরু হয়ে কিছু দূর এগিয়ে গেলে, হঠাৎ লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়।

 

 

আহত রিজভী বলেন, ‘আমরা নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি চেয়ে কর্মীদের নিয়ে মিছিল করছিলাম। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি কিছু বুঝে ওঠার আগেই হামলার মুখে রাস্তায় পড়ে যাই। পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছি। পরে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না।’

 

 

মিছিলে হামলার শিকার হয়ে রিজভী এক পর্যায়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পায়ে ও হাতে রক্ত ঝরছিল। পরে তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই হামলা প্রমাণ করে যে, সরকার নির্লজ্জভাবে নির্বাচনকে একদলীয় করার সব আয়োজন করে ফেলেছে। প্রচারণার শেষ দিনে বিএনপির মিছিলের ওপর হামলা ন্যাক্কারজনক। আমি এ হামলার নিন্দা জানাচ্ছি।’

Development by: webnewsdesign.com