বিএনপির ধ্বংস করা রাষ্ট্র আওয়ামী লীগ মেরামত করছে : কাদের

সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | ৪:০৮ অপরাহ্ণ

বিএনপির ধ্বংস করা রাষ্ট্র আওয়ামী লীগ মেরামত করছে : কাদের
বিএনপির ধ্বংস করা রাষ্ট্র আওয়ামী লীগ মেরামত করছে : কাদের
apps

‘বিএনপির ধ্বংস করা রাষ্ট্র আওয়ামী লীগ মেরামত করছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংস করেছেন, তারাই আবার রাষ্ট্রকে মেরামত করতে চায়, হাস্যকর। বিএনপির ধ্বংস করা রাষ্ট্র আওয়ামী লীগ মেরামত করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ আবারও দেশের দায়িত্ব নিতে প্রস্তুত। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ। সুশৃঙ্খল কর্মীবাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সাদামাটা হলেও উপস্থিতি রেকর্ড ছাড়াবে। করোনা ও অর্থনৈতিক মন্দা কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Development by: webnewsdesign.com