বাস-ট্রাক সংঘর্ষে ময়মনসিংহে নিহত ১, আহত ১০

বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ | ১:১০ অপরাহ্ণ

বাস-ট্রাক সংঘর্ষে ময়মনসিংহে নিহত ১, আহত ১০
apps

ঘন কুয়াশার কারণে দুই ট্রাক ও তিন বাসের সংঘর্ষে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজিরশিমলা নামক স্থানে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী একটি বালুভর্তি ট্রাককে পর্যায়ক্রমে পিছন দিক থেকে প্রথমে যাত্রীবাহী বাস পরে ওই বাসকে অপর একটি ট্রাক এবং ঐ ট্রাককে অপর দুটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের এক অজ্ঞাত পুরুষ যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর ১০ যাত্রী আহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পুলিশের কাছে হস্তান্তর ও আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com