বাসে বাড়তি বাড়া নিলে, নেওয়া হবে ব্যবস্থা: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, বাসে বাড়তি বাড়া নেয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | ১:৪১ অপরাহ্ণ

বাসে বাড়তি বাড়া নিলে, নেওয়া হবে ব্যবস্থা: জ্বালানি উপদেষ্টা
apps

বাড়তি ভাড়া নিলে নেয়া হবে ব্যবস্থা। বৃহস্পতিবার (০৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজটের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ফাওজুল কবির খান বলেন, ভাড়া সংক্রান্ত একটি ব্যতিক্রমী ঘটনার খবর পাওয়া গেছে। এক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেয়া হয়েছিল, যা পরবর্তীতে যাত্রীকে ফেরত দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে এ জন্য জরিমানাও করা হয়েছে। কিছু ঢালাও অভিযোগ এসেছে, ভাড়া বেশি নেয়ার। নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com