বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে যা বললেন মেসি

বুধবার, ১১ আগস্ট ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে যা বললেন মেসি
apps

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি।

স্থানীয় সময় রাত ১০টার পরে (বাংলাদেশ সময় রাত ২টা) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি। চুক্তি সাক্ষরের সময় দলের চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন মেসি।

ক্লাবের পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে মেসি জানিয়েছেন, তার নিজের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে পিএসজির সবকিছুই মিলে যায়। দলের খেলোয়াড়দের প্রতিভা ও কোচিং স্টাফদের আন্তরিকতার বিষয়েও সংশয় নেই মেসির।

মেসি বলেছেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে।’

তিনি আরও বলেছেন, ‘ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি। এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পার্ক দি প্রিন্সের (পিএসজির স্টেডিয়াম) মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।’

Development by: webnewsdesign.com