বার্সেলোনা ওপেনে জয় তুলে নিয়েছেন স্প্যানিশ তারকা নাদাল

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | ৩:৪৬ অপরাহ্ণ

বার্সেলোনা ওপেনে জয় তুলে নিয়েছেন স্প্যানিশ তারকা নাদাল
apps

বার্সেলোনা ওপেনে জয় তুলে নিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। বেলারুশের ইলিয়া ইভাশকাকে হারিয়েছেন এই লোকাল বয়।

এদিকে, ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাজে আচরণের কারণে আসর থেকে বাদ পড়েছেন নবম বাছাই ফ্যাবিও ফগনিনি।

বার্সেলোনা ওপেনের শীর্ষ ষোলোয় ওঠার লড়াইয়ে শীর্ষ বাছাই রাফায়েল নাদাল মুখোমুখি হন বেলারুশের ইলিয়া ইভাশকার। ম্যাচে এদিন ফেবারিট ছিলেন নাদাল।

কিন্তু সবাইকে চমকে দিয়ে বিশ্বের ১১১ নম্বর টেনিস খেলোয়াড় ইলিয়ার কাছে প্রথম সেটেই হোঁচট খান নাদাল। হেরে যান ৩-৬ গেমে। পরে অবশ্য ইলিয়াকে আর পাত্তা দেননি ক্লে কোর্টের রাজা।

একের পর এক সার্ভ আর ব্রেক পয়েন্ট কুড়িয়ে পরের দুই সেট নিজের করে নেন স্প্যানিশ তারকা। ৬-২, ৬-৪ গেমে পরের দুই সেট জিতে আসরের শীর্ষ ষোলোতে পৌঁছান ২০টি গ্র্যান্ড স্ল্যামের এই মালিক।

আরেক ম্যাচে আসরের নবম বাছাই ইতালিয়ান তারকা ফ্যাবিও ফগনিনি মুখোমুখি হন বার্নাবে জাপাতার। ম্যাচে প্রথম সেটের মাঝে ম্যাচ অফিশিয়ালের সঙ্গে খারাপ ব্যবহারের কারণে আসর থেকে বাদ পড়ে যান ফগনিনি।

Development by: webnewsdesign.com