ভাষা শহীদদের ত্যগের কারনেই আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি, পৃথিবীর বুকে মাথা উচু করে বুক ফুলিয়ে বলতে পারি আমরা বাংলাদেশী” অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির, বাবুগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বাবুগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন। বিকাল ৪.০০ টার সময় ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর মাননীয় সংসদ সদস্য লুৎফুননেসা খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ খালেক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য টি, এম শাহজাহান তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও ওয়ার্কার্স পার্টির নেতা আঃ মোতালেব, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, জাতীয় কৃষক সমিতির উপজেলা নেতা মতিউর রহমান কালু, উপজেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, উপজেলা নারী মুক্তি সংসদের নেত্রী ইয়াসমিন আক্তার, বাবুগঞ্জ উপজেলা যুবমৈত্রীর সভাপতি আলাউদ্দীন খান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, যুবমৈত্রী নেতা কামাল পারভেজ, প্রমুখ ছাড়াও ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী , ছাত্রমৈত্রী এবং সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর মাননীয় সংসদ সদস্য লুৎফুননেসা খান এমপি।
Development by: webnewsdesign.com