বাবার বিরুদ্ধে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ এনে ধরা খেলেন স্ত্রী ও দুই মেয়ে

বুধবার, ২৮ অক্টোবর ২০২০ | ১০:৫৬ পূর্বাহ্ণ

বাবার বিরুদ্ধে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ এনে ধরা খেলেন স্ত্রী ও দুই মেয়ে
ছবি: সংগৃহীত।
apps

কুমিল্লার দেবিদ্বারে ‘স্বামীর বিরুদ্ধে দুই মেয়ের শ্লীলতাহানির অভিযোগ’ এনে স্ত্রীর মামলা দায়েরের পর পুলিশ আবু বক্কর সিদ্দিক নামের একজনকে গ্রেফতার করে। তবে আদালতে দুই মেয়ে বিচারকের কাছে প্রকৃত তথ্য তুলে ধরায় দেখা দেয় বিপত্তি। মিথ্যা মামলা করায় মামলার বাদী ও দুই সন্তানকে আদালত চলাকালীন সময় পর্যন্ত আটক রাখা হয়।

মঙ্গলবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন রিমার আদালতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার উপজেলাপর গোপালনগর গ্রামের আবু বক্করের স্ত্রী বাদী হয়ে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে তার দুই মেয়েকে মারধরসহ শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ওইদিন বিকেলেই পুলিশ আবু বক্করকে আটক করে। মঙ্গলবার সকালে মামলার দুই কথিত ভিকটিম (২ মেয়ে) ও বাদী হাসিনা বেগমকে ২২ ধারা জবানবন্দি দেয়ার জন্য কুমিল্লা আদালতে হাজির করা হয়।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন রিমা মামলার বাদী ও তার ২ মেয়েকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা এক পর্যায়ে সত্য ফাঁস করে দেন।

দুই মেয়ে আদালতকে জানান, মাদকাসক্ত বাবা বিভিন্ন সময় কারণে অকারণে তাদের মা ও তাদেরকে মারধর করতেন। তার (বাবা) অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা মায়ের পরামর্শে মিথ্যা অভিযোগের পরিকল্পনা করি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, আদালত অভিযোগের কোনো সত্যতা না পেয়ে এবং মিথ্যা অভিযোগের কারণে মামলার বাদী ও তার ২ মেয়েকে আদালত চলা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তাদের ছেড়ে দিয়েছেন বলে জানতে পেরেছি।

Development by: webnewsdesign.com