বান্দরবানে বিষপান করে ইয়ানা পারা (৪০) নামে একবৌদ্ধ ভিক্ষর আত্মহত্যা করেছেন। সোমবার মধ্যরাতে থানচি বড় মদুক বাচিঅং পড়ার বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর অবস্থায় প্রথমে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ভিক্ষুকে পরে বান্দবান সদর হাসপাতালে নিয়ে যওয়ার পথে ওই বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়।
থানচি থানার অফিসার ইনচার্জ শাইফুদ্দিন জানান,বৌদ্ধ ভিক্ষুর বিষপানের আত্মহত্যার খবরটি আমরা পেয়েছি। কেন বা কি করনে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা আমরা খতিয়ে দেখবো। ওই বৌদ্ধ ভিক্ষু বড় মদুক এলাকার বাচিঅং পাড়া বৌদ্ধ বিহারে গত দুই বছর ধরে অবস্থান করছিলে। প্রায়ত বৌদ্ধ বিক্ষুর বাড়ি রোয়াংছড়ি এলাকায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
Development by: webnewsdesign.com