বান্দরবানে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার জেরিন আখতার

বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | ৬:২০ অপরাহ্ণ

বান্দরবানে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার জেরিন আখতার
apps

বান্দরবানে এতিম শিশু ও অসহায় ও দুস্থদের শীতবস্ত্র দিলেন পুলিশ সুপার জেরিন আখতার। সোমবার সকালে বান্দরবান শহরের ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অসহায় ও দুস্থদেও পাশে দাঁড়ালেন এই নবাগত নারী পুলিশ সুপার।

পরে বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার,স্টেডিয়াম মার্কেট,আর্মিপাড়াসহ বিভিন্ন ওর্য়াডে ঘুরে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, মুহাম্মদ আলী হোসেন, ডিআইওয়ান বাচাঁ মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার জেরিন আখতার বলেন দেশের অন্যান্য জেলার মত বান্দরবানে ও প্রচুর শীত অনুভূত হচ্ছে আর তাই অসহায় ও দুস্থদের পাশে বান্দরবানের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ জেলা সদরে তিনশতাধিক ব্যক্তির মধ্যে এই শীতবস্ত্র প্রদান করা হচ্ছে এবং আগামীতে এই ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com