বান্দরবানে অপহরণের পর হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৮:৪৭ অপরাহ্ণ

বান্দরবানে অপহরণের পর হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
apps

বান্দরবানে একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জানা যায়, সদর উপজেলার রাজবিলায় ইউনিয়ন থেকে ক্যথুই মারমা নামে এক ব্যক্তিকে ২০১১ সালের ৬ এপ্রিল অপহরণের পর হত্যা করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন উবাসিং মারমা (৩৫), সাচি মং মারমা (২৮), মংহ্লাচিং মারমা (৩০), রেজাউল করীম (৩২), উমংপ্রু মারমা (২৯) ও পুলুশে মারমা (পলাতক)।

মামলার দীর্ঘ শুনানি শেষে ১৫ জনের সাক্ষী এবং চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির গ্রহণ করে আদালত।

Development by: webnewsdesign.com